দুঃসময়কে পেছনে ফেলার আশায় সালাহ

0
35

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। নতুন বছরে জার্গেন ক্লপের শিষ্যদের প্রথম জয় এটি। গোল করেছেন মোহামেদ সালাহ ও কোডি গাকপো। সর্বশেষ ৪ ম্যাচে তিন হার ও এক ড্রয়ের পর জয়ের দেখা পেয়েছে অল রেডরা।

বহুকাঙ্ক্ষিত এই জয় দিয়েই দুঃসময়কে পেছনে ফেলার আশায় সালাহ। মিশরীয় এই ফরোয়ার্ড বলেন, ‘আমাদের জন্য এটি বিশাল জয়। এই সপ্তাহে আমাদের অনুশীলন ছিল নিখুঁত এবং দলের সবাই খুব রোমাঞ্চিত ছিল। মাঠে নেমে পরিস্থিতি বদলে দিতে মুখিয়ে ছিল সবাই। সেটা আমরা পেরেছি। আশা করি, এটা কেবলই শুরু।’

এ জয়ে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ৯ নম্বরে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের ২১ ম্যাচে পয়েন্ট ৫১, দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২২ ম্যাচে ৪৮। হেরে অবনমন অঞ্চলেই রয়ে গেছে এভারটন, ২২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ওরা লিগের ১৮ নম্বরে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here