স্পোর্টস ডেস্কঃ সময়টা মোটেও ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ব্যাটে রান নেই। হারিয়েছেন অধিনায়কত্বে। এমন হয়েছে এখন দল থেকে বাদ পড়ার উপক্রম। সবশেষ ইংল্যান্ড সিরিজও বাজে কাটছে কোহলির। টেস্ট ও টি-টোয়েন্টিতে ব্যর্থতার পর, ওয়ানডেতেও পারফর্ম করতে পারছেন না।
সিরিজের প্রথম ওয়ানডেতে জায়গা হারিয়েছেন একাদশ থেকে। তবে দ্বিতীয় ওয়ানডেতে ফিরে তেমন সুবিধা করতে পারেননি। ২৫ বল খেলে ১৬ রান করতে পেরেছেন মাত্র। সব মিলিয়ে হতাশাময় এক সময় কাটছে একসময়ের ‘কিং কোহলির’।
ভারতের এই তারকার পাশ থেকে অনেকেই সরে যাচ্ছেন। সমালোচনায় বিদ্ধ করছেন অনেকে। এমনকি ভারতীয় সমর্থকরাও সরে যাচ্ছেন কোহলির পাশ থেকে। যদিও অনেকেই আবার পাশে দাঁড়াচ্ছেন। দুঃসময়ে পাশে দাঁড়ানোর মধ্যে তাদেরই একজন পাকিস্তানের বাবর আজম। এক টুইট বার্তায় কোহলিকে শক্ত হতে বলেছেন এই ক্রিকেটার।
নিজেদের একটা ছবি দিয়ে বাবর ঐ টুইটে লেখেন, ‘এই সময়টা কেটে যাবে। শক্ত থাকো।’
বাবরের এই টুইট মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ হলেও, ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যকার বন্ধুত্ব পুরোনো। প্রায় সময়ই সেটির দেখা মিলে। ফের একবার সেটির দেখা মিললো বাবর আজমের কল্যাণে
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা