স্পোর্টস ডেস্কঃ ২০১২ ও ১০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন সামিকে প্রধান কোচের দায়িত্ব দিল ক্রিকেট উইন্ডিজ। ক্যারিবিয়ানদের সাবেক এই অধিনায়ককে সাদা বলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। যার শুরুটা হবে আগামী জুনে, সংযুক্ত আরব আমিরাত সিরিজ দিয়ে। ক্রিকেট উইন্ডিজ শুক্রবার বিবৃতি দিয়ে নতুন কোচ নিয়োগ দেওয়ার কথা জানায়।
সামির নেতৃত্বে ২০১২ ও ২০১৬ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী একমাত্র দল উইন্ডিজ। খেলোয়াড়ী জীবন ছেড়ে কোচিংয়ে নাম লেখান ৬৮ টি-টোয়েন্টি, ১২৬ ওয়ানডে ও ৩৮ টেস্ট খেলা সামি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার আরও বড় দায়িত্ব পেলেন ক্যারিবিয়ানদের সাবেক এই অলরাউন্ডার।
ক্যারিবিয়ানদের কোচের দায়িত্ব পাওয়া সামি বলেন, ‘এটি (কোচ হিসেবে নিয়োগ) চ্যালেঞ্জিং অবশ্যই, তবে আমি প্রস্তুত আছি। আমি সত্যিই সুযোগের অপেক্ষায় রয়েছি, বিশেষ করে ড্রেসিংরুমে কী ধরণের প্রভাব ফেলতে পারি। একজন খেলোয়াড় হিসেবে যেভাবে আবেগ, সাফল্যের আকাঙ্খা ছিল, একইভাবে তা এখনো আছে। উইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার অবিরাম ভালবাসা।’
গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর উইন্ডিজের কোচের দায়িত্ব ছেড়ে দেন ফিল সিমন্স। এতদিন দলটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করছিলেন আন্দ্রে কোলি। এবার পাকাপাকিভাবে সামিকে নিয়োগ দেওয়া হয়েছে। জুনে আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে তাঁর নতুন পথচলা। এরপর জিম্বাবুয়েতে ক্যারিবিয়ানরা খেলবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post