স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিয়ে শঙ্কায় পড়লো ম্যানচেষ্টার ইউনাইটেড। গালাতাসারাইয়ের বিপক্ষে গোলরক্ষকের ভুলে ৩-৩ গোলের ড্র’য়ে খাদের কিনারে দলটি।
দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি ম্যানইউ। পয়েন্ট হারিয়ে ছাড়তে হয়েছে মাঠ। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে আরো একটি ম্যাচ বাকী আছে। তবে স্বস্তিতে নেই ম্যান ইউ। ৫ ম্যাচ খেলে দলটির পয়েন্ট ৪, গালাতাসারাইয়ের ৫।
গালাতাসারাইয়ে বিপক্ষে ম্যাচটিতে দুই দুইবার লিড নিয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে লিড ধরে রাখতে পারেনি দলটি। ছয় গোলের ম্যাচটি তাই নিষ্পত্তি হয়েছে ৩-৩ গোলের সমতায়।
দুর্দান্ত ভাবে শুরু করেছিলো ম্যানইউ। মাঠের নিয়ন্ত্রণ নিজেদের নিয়ন্ত্রণে রেখে ১১তম মিনিটেই লিড নেয় দলটি। গারনাচোর গোলে ১-০ গোলে শুরুতেই এগিয়ে যায়। মিনিট ছয়েক পরেই ব্রুনো ফার্নান্দেজ ব্যবধানও বাড়িয়ে নেন। ম্যাচের ১৮তম মিনিটে তাই ম্যানইউ এগিয়ে যায় ২-০ গোলে।
অবশ্য প্রথমার্ধেই ব্যবধান কমায় গালাতাসারাই। ম্যাচের ২৯তম মিনিটে হাকিম জিয়াসের গোলে ম্যাচের স্কোর লাইন ২-১ করে দলটি। তবে লিড ধরে রেখেই বিরতিতে যায় এরিক টেন হাগের দল।
বিরতির পরই লিড আবারো বাড়িয়ে নেয় ম্যানইউ। স্কট ম্যাকটমিনের গোলে আবারো এগিয়ে যায় দলটি। ৫৫তম মিনিটেই ম্যানইউ এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।
এরপরই দারুণ ভাবে ম্যাচে ফিরে গালাতাসারাই। মিনিট দশেকের ব্যবধানে দুই গোলে ম্যাচে সমতায় ফেরায় দলটি। ৬১তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে জিয়াস ব্যবধান কমিয়ে নেন। ৩-২ ব্যবধানে থাকা ম্যাচে ৭১তম মিনিটে সমতা আনেন আকতুরকোগলু। শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।
পাঁচ ম্যাচে এক জয় ও এক ড্র’তে ম্যানইউর পয়েন্ট ৪। সমান ম্যাচে গালাতাসারাইয়ের পয়েন্ট ৫। আগেই নকআউট পর্ব নিশ্চিত করে রেখেছে বায়ার্ন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post