স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলান। আগের লেগে পর্তুগিজ দলটির বিপক্ষে ২-০ গোলে জিতেছিল ইতালির জায়ান্টরা। তাতে দুই লেগ মিলিয়ে ইউরোপ সেরার লড়াইয়ে শেষ চার নিশ্চিত করল তারা। ৫-৩ গোলে জিতে সেমিফাইনালে পা দিয়েছে মিলানের দলটি।
সবশেষ ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছিল ইন্টার মিলান। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল তারা। তবে এবার চ্যাম্পিয়ন হবে কিনা সেটা জানা যাবে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াই শেষে। সেমিতে তাদের প্রতিপক্ষ এসি মিলান। আগামী ৯ ও ১৬ মে’র সেমিফাইনালে খেলবে ইন্টার। দুই মিলানের লড়াইয়ে ফল যাই হোক না কেন, ছয় বছর পর প্রথম কোনো ইতালিয়ান দলকে দেখা যাবে ফাইনালে। এর আগে সবশেষ ২০১৭ সালে ফাইনাল খেলেছিল জুভেন্টাস।
গতরাতে সান সিরোর ম্যাচটিতে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় ইন্টার। লাওতারো মার্তিনেজের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বেনফিকা ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান নিকোলো বারেল্লা। ৩৮ মিনিটেই সমতা ফেরায় বেনফিকা। ফ্রেডরিক অর্সনেস হেডে বল জালে পাঠান। ৬৫ মিনিটে ইন্টারকে স্বস্তির গোল এনে দেন লাওতারো মার্তিনেজ।
৭৫ আরেক আর্জেন্টাইন জোয়াকিন কোরেয়াকে নামান ইন্টার কোচ। তিন মিনিট পর কোরেয়াও নাম লেখান গোলের খাতায়। ৮৬ মিনিটে আন্তোনিও সিলভা দ্বিতীয় গোল এনে দেওয়ায় ব্যবধান কমিয়ে ফেলে বেনফিকা। এরপর ৯৫ মিনিটে আরেকটি গোল করেন পিটার মুসা। দ্বিতীয় লেগ ৩-৩ গোলের সমতায় শেষ হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post