নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামা টাইগারদের শুরুটা হয় নি ভালো। শুরুতে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। মাত্র ৩ রান করেন তিনি। আরেক ওপেনার লিটন দাস থিতু হয়েও উইকেট দিয়ে এসেছেন। ফিরেছেন নাজমুল হোসেন শান্তও।
৯ বলে মাত্র ৩ রান করেই সাজঘরে ফিরেন তামিম। দলীয় ১৫ রানে মার্ক এডেয়ারের বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। ১০ম ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে কাভারে ক্যাচ দিয়ে হন আউট লিটন। ৩১ বলে ২৬ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কা। তাঁর বিদায়ে ভাঙে শান্তর সাথে ৪২ বলে ৩৪ রানের জুটি।
১৭তম ওভারে অ্যান্ড্রু ম্যাকব্রাইনের বলে শান্ত ফিরেন ৩৪ বলে ২৫ রান করে। দলীয় ৮১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১ চারে ৩৪ বলে ২৫ রান করেন এই বাঁহাতি ব্যাটার। ১৮তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৯ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও অভিষিক্ত তৌহিদ হৃদয়।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হিউম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post