স্পোর্টস ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দেই আছে ভারত দল। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সুপার এইট নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। ভারতের মূল দলের সাথে চার ক্রিকেটারকে ট্র্যাভেল রিজার্ভ হিসেবে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে এবার দুই জনকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তারা হলেন শুভমান গিল ও আভেশ খান।
রিজার্ভ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে গিয়েছিলেন শুভমান গিল, রিঙ্কু সিং, আভেশ খান ও খলিল আহমেদ। এর মধ্যে এবার গিল ও আভেশকে দেশে পাঠানো হচ্ছে। একসাথে এত জন অতিরিক্ত ক্রিকেটারকে দলের সাথে বহন করার যথাযথ কারণ খুঁজে পাচ্ছে না বিসিসিআই। টিম ম্যানেজম্যান্টের সাথে আলোচনা করেই তাদেরকে দেশে নিয়ে আসা হচ্ছে।
তবে দলের সাথেই থাকবেন আরও দুই রিজার্ভ ক্রিকেটার রিঙ্কু সিং ও খলিল আহমেদ। কোনো চোট সমস্যা দেখা দিলে, তাদেরকে ব্যাকআপ হিসেবে রাখা হচ্ছে দলের সাথে। টিম ম্যানেজম্যান্ট এই দুজনকেই যথেষ্ট মনে করছেন। কারণ মূল দলে পর্যাপ্ত ক্রিকেটার আছে।
উল্লেখ্য, সুপার এইটে আগামী ২০ জুন আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম খেলতে নামবে ভারত। ব্রিজটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post