স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইওয়াশ করে ইতিহাস গড়া বাংলাদেশ দল আজ দেশে ফিরছে। দুপুরে নাজমুল হোসেন শান্তর দলের একটি অংশ ঢাকায় পৌছাবে।
মধ্যরাতে দ্বিতীয় অংশ ঢাকায় পৌছাবে। ফ্লাইট জঠীলতায় দুই গ্রুপে ভাগ হয়ে দেশে ফিরে আসতে হচ্ছে ক্রিকেটারদেরকে। কোচিং স্টাফের সদস্যরাও ঢাকায় ফিরবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানকে প্রথম টেস্টে ১০ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতে বাংলাদেশ দল। টাইগারদের এমন দাপুটে জয়ে প্রশংসা হচ্ছে চারিদিকে।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত ছিলো দু’টি টেস্টই। ফলে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও পয়েন্টের খাতা খুললো বাংলাদেশ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০