স্পোর্টস ডেস্কঃ বহুল প্রতিক্ষিত ভারত-পাকিস্তান লড়াই আজ এশিয়া কাপে। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ইতোমধ্যে দুই পরাশক্তির লড়াইয়ের টস পর্ব সম্পন্ন হয়েছে। যেখানে টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জেতা ভারত আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের বিপক্ষে নেপাল ম্যাচে খেলা একাদশ নিয়ে নামবে পাকিস্তান। আগের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৪২ রানের বড় সংগ্রহ পায় বাবর আজমের দল। রান তাড়ায় প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বারের মতো খেলতে নামা নেপাল মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায়। ফলে ২৩৮ রানের বড় জয় নিয়ে আসর শুরু করে পাকিস্তান।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারত। ওয়ানডে সংস্করণে দুই দল ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৭টি ম্যাচে জিতেছে ভারত। অন্যদিকে ৫টিতে জিতেছে পাকিস্তান। ১টি ম্যাচে কোনো ফল হয়নি। এবার ব্যবধান কমানো কিংবা বাড়ানোর সুযোগ উভয় দলের সামনে।
ভারতের একাদশে স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। ইনজুরি কাটিয়ে দলে ফেরা জাসপ্রীত বুমরাহ এবং শ্রেয়াস আইয়ারকে পাকিস্তানের বিপক্ষে একাদশে রাখা হয়েছে। দলে নেই মোহাম্মদ শামি। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ:
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সালমান, ইফতিকার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
ভারত একাদশঃ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ইশান কিষান (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post