স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের খেলা আবারো টিভিতে দেখা যাবে না। সাকিব আল হাসানরা আগামিকাল বৃহস্পতিবার রাতে মাঠে নামবেন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায়।
তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কোনো খেলা টিভিতে দেখা যাবে না। দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। অন্তত আজ বুধবার দুপুর পর্যন্ত কেউ সিরিজ সম্প্রচারে আগ্রহী হয়নি।
উইন্ডিজ বোর্ডের কাছ থেকে মিডিয়া স্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস মার্কেটিং। বাংলাদেশী চ্যানেলগুলোকে খেলা দেখাতে হলে তাদের কাছ থেকে মিডিয়া স্বত্ব কিনতে হবে। কিন্তুু টি স্পোর্টস, জিটিভি বা অন্য কোনো টিভি চ্যানেলই এখন পর্যন্ত সম্প্রচার চুক্তিতে যেতে পারেনি।
প্রায় দুই দশক পর আবারো তাই বাংলাদেশের খেলা মিস করতে হবে দেশের দর্শকদের। টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ সম্প্রচারের আগ্রহী হয়নি টিভি চ্যানেল গুলো। সবশেষ ২০০৩ সালে বাংলাদেশের খেলা দেখতে পারেননি দেশের দর্শকেরা।
ওই সময় বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফর করেছিলো। দুই ম্যাচের টেস্ট সিরিজটিই ছিলো বাংলাদেশের প্রথম এবং সবশেষ অস্ট্রেলিয়া সফর। সে সময় বাংলাদেশের কোনো টিভি চ্যানেল খেলা সম্প্রচার করেনি। এখনকার মতো ওই সময় অত বেশি টিভি চ্যানেলও ছিলো না। টাইগারদের পারফর্মও ছিলো না অতটা। দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছিলো ইনিংস ব্যবধানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০