স্পোর্টস ডেস্ক: পার্থে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার টেস্টের প্রথম দুই দিনেই পড়ে গেছে ২০ উইকেট। তাপরও ১০০ রানের বেশি লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
স্বাগতিক অস্ট্রেলিয়া আর সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা প্রোটিয়ারা এগিয়ে ১০২ রান। হাতে আছে আরও ৮ উইকেট।
সফরকারী দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে তোলে ২৪২ রান। জবাবে, ভালো শুরু করলেও ২৪৪ রানেই গুটিয়ে যায় অজিরা। মাত্র ২ রানের লিড পায় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দ. আফ্রিকা দিন শেষে ২ উইকেট হারিয়ে ১০৪ রান তুলেছে। লিড বেড়ে দাঁড়িয়েছে ১০২ রান।
এর আগে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানেই টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় প্রোটিয়ারা। ওপেনার স্টিফেন কক ০, ডিন এলগার ১২, হাশিম আমলা ০, জেপি ডুমিনি ১১ রান করে বিদায় নেন। অধিনায়ক ডু প্লেসিস করেন ৩৭ রান। ৫১ রান করেন তেমবা বাভুমা। সাত নম্বরে নামা কুইন্টন ডি কক খেলেন ৮৪ রানের দারুণ এক ইনিংস।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক, তিনটি উইকেট পান জস হ্যাজেলউড, দুটি উইকেট লাভ করেন নাথান লিওন।
ব্যাটিংয়ে নেমে প্রথমদিন শেষে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া ১০৫ রান তোলে। ওপেনার ডেভিড ওয়ার্নার ৬২ বলে ১৩টি চার আর একটি ছক্কায় ৭৩ রান করে অপরাজিত থাকেন। আরেক ওপেনার শন মার্শ ২৯ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা এই অপরাজিত দুই ওপেনার দলীয় সংগ্রহ ১৫৮’তে নিয়ে যান। মার্শ ৬৩ রানে বিদায় নিলেও ওয়ার্নার খেলেন ৯৭ রানের দারুণ এক ইনিংস।
এরপরই ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইনআপ। উসমান খাজা ৪, স্টিভেন স্মিথ ০, অ্যাডাম ভোজেস ২৭, মিচেল মার্শ ০, পিটার নেভিল ২৩, মিচেল স্টার্ক ০, পিটার সিডল অপরাজিত ১৮ রান করেন।
সফরকারী প্রোটিয়াদের হয়ে চারটি উইকেট নেন ভারনন ফিল্যান্ডার। তিনটি উইকেট দখল করেন কেশব মহারাজ আর দুটি উইকেট পান কেগিসো রাবাদা। একটি উইকেট নেন ডেল স্টেইন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া ওপেনার স্টিফেন কক ১২ রানে বিদায় নেন। হাশিম আমলা ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ডিন এলগার ৪৬ রানে এবং চার নম্বরে নামা জেপি ডুমিনি ৩৪ রানে অপরাজিত রয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০