স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই দল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। দুপুর আড়াইটায় পুনেতে দিবা-রাত্রির এ ম্যাচটি শুরু হবে। দুই দলের আজকের লড়াইটি জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি টুর্নামেন্টের জন্যও। পয়েন্ট টেবিলে হয়তো দলগুলোর তেমন একটা নড়াচড়া হবে না তবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
আফগানিস্তান-শ্রীলঙ্কার আজকের ম্যাচে জয়ী দলের সেমিফাইনালের সম্ভাবনা কিছুটা হলেও উজ্জ্বল হবে। অন্যদিকে হারা দলের ছিটকে যাওয়ার আশঙ্কা আরো বেড়ে যাবে। এমন সমীকরণের ম্যাচে টস জিতেছে আফগানরা। পুনেতে লঙ্কানদের আগে ব্যাট করতে পাঠিয়েছেন দলটির অধিনায়ক হাশমাতউল্লাহ শহীদি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই একাদশে এনেছে পরিবর্তন। শ্রীলঙ্কা দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। তাদের দলে জায়গা পেয়েছেন চামিরা এবং করুনারত্নে। এদিকে আফগানিস্তান দলে রয়েছে এক পরিবর্তন। নুরের পরিবর্তে দলে এসেছেন ফজল হক।
আফগানিস্তান একাদশ- রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজল হক ফারুকী
শ্রীলঙ্কা একাদশ- পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মহেশ থেকসানা, কাসুন রাজিথা, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post