স্পোর্টস ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেছে। দু্ই বছর পর দলে ফিরেছেন রোস্টন চেজ। অধিনায়ক হয়েই দলে ফিরলেন তিনি। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার সবশেষ টেস্ট খেলেছেন দুই বছর আগে।
রোস্টন চেজকে অধিনায়ক ঘোষণার আগে অন্তত ছয় জনের সাক্ষাৎকার নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ক্রেগ ব্রাফেট ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক থেকে সরে দাঁড়ান গত মার্চে। এর বেশ কিছু সময় বিরতি নিয়ে টেস্ট অধিনায়ক বেছে নেয় তারা। এই সময়ে জন ক্যাম্পবেল, টেভিন ইমলাচ, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রিভস, জোমেল ওয়ারিক্যান ও রোস্টন চেজের সাক্ষাৎকার নেয় সিডব্লুআই।
চেজের অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট হবে ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ, যা নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনাও হবে দুই দলের জন্য। নতুন অধিনায়ক চেজকে সহায়তা করতে জোমেল ওয়ারিকানকে সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। তারা জানায়, একটি “তথ্যনির্ভর ও বহু-মাত্রিক কাঠামো” অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অধিনায়ক নির্বাচনের সাক্ষাৎকার বোর্ডে ছিলেন দলের প্রধান কোচ ড্যারেন স্যামি, ক্রিকেট ডিরেক্টর মাইলস বাসকোম্ব, এবং কৌশল ও অফিসিয়েটিং কমিটির চেয়ারম্যান ইনক লুইস।
সিডব্লিউআই সভাপতি ড. কিশোর শ্যালো বলেন, “এই নির্বাচন প্রক্রিয়া ছিল অন্যতম সুসংগঠিত ও দূরদৃষ্টিসম্পন্ন। পেশাদারিত্ব ও কৌশলগত চিন্তাভাবনায় এটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নেতৃত্ব নির্বাচনের নতুন মানদণ্ড স্থাপন করলো। ”
রোস্টন চেজকে নিয়ে প্রধান কোচ স্যামি বলেন, “নতুন অধিনায়ক সতীর্থদের শ্রদ্ধা পেয়েছেন, দায়িত্ব বুঝতে শিখেছেন এবং দলকে এগিয়ে নিতে যথেষ্ট নেতৃত্বগুণ দেখিয়েছেন। ভক্তদের কাছে অনুরোধ, চেজের পাশে থাকুন – আমরা কিছু অসাধারণ গড়তে চলেছি। ”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০