স্পোর্টস ডেস্কঃ ফেডারেশন কাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে দলটি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়েছে বসুন্ধরা। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুরুতে এগিয়ে গেলেও, বসুন্ধরার জয় রুখতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ।
প্রথমার্ধটা খুব বেশি ভালো ফুটবলের দেখা মিলছিল না। ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের শেষ দিকে অবশ্য দুই গোলে উত্তেজনা বাড়ে। ৩৪তম মিনিটে কর্নার থেকে সরাসরি গোল করেন সোমা ইতানি। এতে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফিরে বসুন্ধরা। ডরিয়েল্টন গোল করে স্বস্তি এনে দেন কিংসদের ঢেরায়।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুটাও ম্যাড়ম্যাড়ে হয়। তবে ৭৯তম মিনিটে ম্যাচে লিড নেয় বসুন্ধরা কিংস। হেডে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন ডরিয়েল্টন। মিনিটে দুয়েক পরই ব্যবধান বাড়িয়ে দেন আরেক বিদেশি রবিনিয়ো। মুক্তিযোদ্ধার জালে শেষ পেরেক ঠুকে দিয়ে দলকে সেমিতে তুলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সেমিতে বসুদন্ধরার প্রতিপক্ষে কে হবে, সেটা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। আগামী ১৮ এপ্রিল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দলের সাথেই সেমি ফাইনালে খেলবে বসুন্ধরা কিংস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post