দুই বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার বাঁধা বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

0
35

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনাল আজ। বুধবার সর্বাধিকবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় থাকা দক্ষিণ আফ্রিকা। দুপুর আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হবে ম্যাচটি। এদিকে ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে আজ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষে বাংলাদেশ। দুপুর ৩টায় মেলবোর্নে মাঠে নামছে সকারুরা। অর্থাৎ একই দিন (বুধবার) আধঘন্টার ব্যবধানে দুই খেলায় মাঠে নামবে অস্ট্রেলিয়া।

ফুটবলে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ের পার্থক্য ১৫৬। ২০১৫ সালে এই বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ে দুই লেগ মিলিয়ে ৯ গোল দিয়েছিল সকারুরা। তবে শেষ কয়েক মাসে ইতিবাচক ফুটবলের হাওয়া বাংলাদেশে। আর দলের উন্নতির ধারা শক্ত এই প্রতিপক্ষের সাথেও দেখতে চান বেঙ্গল টাইগারদের কোচ। অন্যদিকে অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ‘কঠিন লড়াই’। আর এ লড়াইয়ে তিনি অনুপ্রেরণা চান অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে।

এদিকে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সাতবার মুখোমুখি হয়েছে। ফলাফলের বিচারে কেউ কাউকে পেছনে ফেলতে পারেনি। উভয় দলই তিনটি করে ম্যাচ জিতেছে। একটি ম্যাচ টাই হয়েছে। ফলাফলের বিচারে উভয় দলের অবস্থান সমান হলেও সাফল্যের বিচারে অস্ট্রেলিয়া অনেক অনেক এগিয়ে। অস্ট্রেলিয়ার তিন জয়ের দুটোই এসেছে নক আউট পর্বে। ১৯৯৯ ও ২০০৭ সালে বিশ্বকাপের সেমিফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। সেই দুই আসরে শিরোপা জয় করে তারা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here