স্পোর্টস ডেস্কঃ লিগ ওয়ানে গত সপ্তাহে প্রতিপক্ষ দলের জোসে ক্যাসিমিরকে পা দিয়ে মাথায় আঘাত করে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। যে কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগ কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞায় লিগে পিএসজির পরের দুই ম্যাচে নঁত ও লিলের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
লিগে লা হাভ্রের মাঠে ম্যাচের ১০ মিনিটের মাথায় ফাউল করেন দোন্নারুমা। জাল বাঁচাতে গিয়ে ক্যাসিমিরকে গুরুতরভাবে মাথায় আঘাত করেন তিনি। পরে লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয় ইতালিয়ান গোলরক্ষককে। ম্যাচের ১০ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া পিএসজি অবশ্য শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠে ছেড়েছে।
এদিকে ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ দোন্নারুমার অবশ্য আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে কোনো বাধা নেই। এ মৌসুমে সব মিলিয়ে ১৯টি ম্যাচ খেলেছেন ইতালিয়ান এই গোলরক্ষক। ১৯ ম্যাচের ৯টিতে ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছেন তিনি। গোল হজম করেছেন সর্বমোট ১৮টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post