স্পোর্টস ডেস্ক:: মাত্র দুই ম্যাচ। তাতেই চার সেঞ্চুরি। ফখর জামান, ডেরিল মিচেলের সেঞ্চুরি পাল্টা সেঞ্চুরির সিরিজটিতে নিউজিল্যান্ড চায় ঘুরে দাঁড়াতে। বাবর আজমের দল কালই চায় সিরিজ নিশ্চিত। প্রথম দুই ম্যাচে চার সেঞ্চুরি এসেছে, তবে অল্পের জন্য সেঞ্চুরি মিসও হয়েছে। ব্যাটে- বলে দারুণ লড়াই করছে দুই দল।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক পাকিস্তান দাপট দেখাচ্ছে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেছে তারা। কাল তৃতীয় ম্যাচটি জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে বাবরদের। নিউজিল্যান্ডের সামেন সিরিজ বাঁচানোর লড়াই। তৃতীয় ওয়ানডে ম্যাচটি জিতে তাই সিরিজে টিকে থাকতে চায় সফরকারীরা।
সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ডেরিল মিচেল সেঞ্চুরি করেছিলেন। সফরকারীরা ২৮৮ রান তুলেছিলো। মিচেলের সেঞ্চুরির জবাবে পাল্টা সেঞ্চুরি করেন ফখর জামান। ৫ উইকেটে ২৯১ রান তুলে সিরিজে শুরুতেই লিড নেয় স্বাগতিকরা।
লিড নেওয়া পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচও জিতে নেয়। আবারো মিচেলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৩৩৬ রান তুলেছিলো ৫ উইকেটে। নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় বাবর আজম। এবার ফখর জামান একাই করেন ১৮০ রান।
কাল বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় করাচিতে শুরু হবে সিরিজের তৃতীয় এক দিনের ম্যাচটি। পাকিস্তানের সামনে সুযোগ সিরিজ জয় নিশ্চিতের। নিউজিল্যান্ডের সামনে সিরিজ বাঁচানোর লড়াই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০