দুই ম্যাচে ১৯ গোল, দুর্দান্ত জৈন্তাপুরের মণি-শিপ্রাদের দল

0
80

নিজস্ব প্রতিবেদক: বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের জেলা পর্যায়ে চমক দেখাচ্ছে জৈন্তাপুর উপজেলা বঙ্গমাতা ফুটবল চ্যাম্পিয়ন আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল বাঁধা পেরিয়ে দলটি এখন জেলা পর্যায়ের সেমিফাইনালে।

মাত্র দুই মাচেই জৈন্তাপুরের আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মণি, শিপ্রারা প্রতিপক্ষের জালে দিয়েছে ১৯ টি গোল।

আজ শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে জকিগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। দলের হয়ে ৫টি গোল করেছেন মণি, ৩টি শিপ্রা ও শিপা ১টি করে গোল করেন।

এর আগে শুক্রবার কানাইঘাট উপজেলা চ্যাম্পিয়ন দলকে ১০-০ গোলের ব্যবধানে হারায় দলটি। এদিন মণি ৬টি, শিপ্রা, পলি ২টি করে গোল করেন।

আগামি কাল রোববার মঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে সিলেট মেট্রো চ্যাম্পিয়ন দলের  মুখোমুখি হবে। সকাল ১১ টায় সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here