স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে আর্জেন্টিনাকে সাপোর্ট দিয়ে সেদেশের মানুষের ভালোবাসা অর্জন করে নিয়েছে বাংলাদেশ। আর্জেন্টিনা ও বাংলাদেশের ফুটবল সম্পর্ক তাই নতুন করে তৈরি করছে বন্ধন। দুই ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার ১৩৫ বছরের পুরনো ক্লাব, যে ক্লাবকে শেষবারের মতো কোচিং করিয়ে ছিলেন আর্জেন্টাইন ‘কিংবদন্তী’ দিয়েগো ম্যারাডোনা।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা ২০১৯ সালের সেপ্টম্বরে শত বছরের পুরনো ক্লাব লা প্লাতা জিমনেসিয়ার কোচের দায়িত্ব নেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই ক্লাবের কোচ ছিলেন। ২০২০ সালের ২৫ নভেম্বর আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন।
ক্যারিয়ারের শেষ পর্যায়ে ম্যারাডোনা আর্জেন্টাইন ক্লাব লা প্লাতা জিমনেসিয়াকে কোচিং করান। এরপর আর কোনো ক্লাবের ডাগআউটে দেখা যায়নি বিশ্ব ফুটবলের এই কিংবদন্তীকে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করে বাংলাদেশের সমর্থকেরা। এরপরই দেশটিতে আলোচনায় আসে বাংলাদেশ।
লা প্লাতা জিমনেসিয়া বাংলাদেশের ক্লাব শেখ জামাল ধানমন্ডিকে আর্জেন্টিনা সফরে যাওয়ার আমন্ত্রন জানিয়েছিলো। আমন্ত্রণ পেয়ে শেখ জামাল সিদ্ধান্ত নেয় আগে আর্জেন্টাইন ক্লাবটিকে আতিথেয়তা দেওয়ার। শেখ জামালের আমন্ত্রণে তাই ঢাকায় আসছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ জামালের বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে লা প্লাতা জিমনেসিয়া। এরপরই শেখ জামাল যাবে আর্জেন্টিনা সফরে। আগামি সেপ্টেম্বরে আর্জেন্টাইন ক্লাবটি ঢাকায় আসবে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সম্পাদক ফয়েজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জিমনেসিয়া ক্লাবটি সেপ্টেম্বরে ঢাকায় আসবে। আমরা দলটির বিপক্ষে দু’টি ম্যাচ খেলবো বসন্ধুরা কিংস অ্যারেনায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০00
Discussion about this post