স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকে লা লিগায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি। লিগের সবশেষ রাউন্ডের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন তিনি। এবার বড়সড় শাস্তি পেয়েছেন বার্সার সাবেক এই মিডফিল্ডার।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর লা লিগায় লাস পালমাস ও কাদিসের বিপক্ষে খেলবে বার্সা। এই দুই ম্যাচে জাভিকে পাবে না কাতালনরা। এরপর আগামী ২১ এপ্রিল লা লিগায় মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় নামবে জাভির দল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ক্লাসিকোয় অবশ্য ডাগআউটে ফিরতে পারবেন জাভি।
জাভির দুই ম্যাচের নিষেধাজ্ঞার কথা বৃহস্পতিবার জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। একই সঙ্গে তাকে ৬০০ ইউরো ও ক্লাবকে ৭০০ ইউরো জরিমানাও করা হয়েছে। এর আগে লাল দেখার ম্যাচ শেষে জাভি বলেছিলেন, সিদ্ধান্ত মেনে নিতেও তার আপত্তি নেই। তিনি বলেন, আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার দল। তারা আমাকে বলেছে যে, আমার আচরণের জন্য লাল কার্ড দেখানো হয়েছে। আমি একদম কিছুই বলিনি। আমি চেষ্টা করি সম্মান করতে। নানা অঙ্গভঙ্গি করি আবেগের তীব্রতা থেকে এবং চাই আমার দল যেন জেতে। আমার মনে হয়, এই লাল কার্ড অপ্রয়োজনীয় ও অন্যায্য। তবে সিদ্ধান্ত মেনে নিতেই হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post