দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুল কোচ ক্লপ

0
51

স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের রেফারির সমালোচনা করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লিভারপুল কোচ ইয়ের্গুন ক্লপ। নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয়েছে এই জার্মান কোচকে। গত এপ্রিলের শেষ দিকে অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় পায় লিভারপুল। সেই ম্যাচের রেফারি পল টিয়ার্নিকে নিয়ে কটু মন্তব্য করায় এই শাস্তি পেলেন ক্লপ।

লিভারপুলের এবারের মৌসুমের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে নিষিদ্ধ থাকবেন ক্লপ। তাঁর আরেক ম্যাচের নিষেধাজ্ঞা থাকবে ২০২৩-২৪ মৌসুমের শেষ পর্যন্ত। এ সময় যদি তিনি আবারও নিয়মভঙ্গ করেন তবে দ্বিতীয় ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে। অভিজ্ঞ এই কোচকে নিষিদ্ধ ও জরিমানা করার কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় ধুঁকতে থাকা লিভারপুল শেষ ভাগে এসে ছন্দ খুঁজে পেয়েছে প্রিমিয়ার লিগে। টানা জয়ে আপাতত পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে অলরেডরা। শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা এখনো নিশ্চিত নয় তাদের। ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ক্লপের দল। ৬৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ম্যানচেস্টার ইউনাইটেড চারে, নিউক্যাসল ইউনাইটেড তিনে আছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here