দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে সিটি

0
121

স্পোর্টস ডেস্কঃ আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যানচেস্টার সিটির দাপট যেন থামছেই না। গত মৌসুমের শিরোপা জেতা দলটি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গতরাতে ইয়াং বয়েজকে হেসেখেলে হারিয়েছে। ইউরোপ সেরার মঞ্চে এবারের আসরে তাদের এটা টানা চতুর্থ জয়। তাতে পেপ গার্দিওলার শিষ্যরা দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠল।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে সিটি। গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে অবশ্য দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলেছে ইয়াং বয়েজ। ঘরের মাঠে জোড়া গোল করে ফের সিটির নায়ক হালান্ড। অন্য গোলটি করেন ফিল ফোডেন। প্রথম চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে ২৩ মিনিটে পেনাল্টি পায় ম্যানচেস্টার সিটি। সেখান থেকে সফল স্পট কিক নিয়ে দলকে লিড এনে দেন হলান্ড। বিরতির ঠিক আগে আরেকটি গোল করেন ফোডেন। তার গোলে অ্যাসিস্ট করেন জ্যাক গ্রেয়ালিশ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফেরার ৬ মিনিটের মাথায় আবার জালের দেখা পান হলান্ড। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এটা তার চতুর্থ গোল। ইয়ং বয়েজের বিপক্ষে আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here