স্পোর্টস ডেস্ক:: দুর্দান্ত পাকিস্তান বাবর আজম-ইমাম উল হকদের ব্যাটে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। সিরিজের শেষ ম্যাচে বোলারদের নৈপূণ্যে নিউজিল্যান্ডকে ২৬ রানে হারিয়েছে।
আগে ব্যাট করা পাকিস্তান ইমাম ও বাবরের ব্যাটে চড়ে ৬ উইকেটে ২৮৭ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড পাকিস্তানী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ বল হাতে রেখে ২৬১ রানে গুটিয় যায়।
টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ৬ উইকেটে ২৮৭ রান তুলে। ব্যাটিংয়ের শুরুতেই হারায় ওপেনার ফখর জামানকে হারায় দলটি। দলীয় ৩৭ রানের মাথায় আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ফখর জামান ফিরে যান ব্যক্তিগত মাত্র ১৯ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে বাবার-ইমাম গড়েন শতরানের জুটি। ১০৮ রান তুলার পর দলীয় ১৪৫ রানে বাবরের বিদায়ে ভাঙে সেই জুটি। অধিনায়ক তিন চার ও এক ছক্কায় ৬২ বলে ৫৪ রান করেন।
দারুণ ব্যাট করা ইমাম উল হক সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ছিলেন। মাত্র ১০ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। সাত চার ও এক ছক্কায় ১১০ বলে ৯০ রানের ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। ৩২ রান করেছেন রিজওয়ান। ৩১ রান করেছেন সালমান। তাতেই পাকিস্তান ৬ উইকেটে ২৮৭ রান তুলে।
নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৩টি ও অ্যাডাম মিলে ২টি করে উইকেট লাভ করেন।
২৮৮ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড আফ্রিদী, নাসিম ও ওয়াসিমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৯.১ ওভারে ২৬১ রানে অলআউট হয়ে যায়। ব্যাট হাতে কিছুটা লড়াই করেন টম বান্ডেল ও টম লাথাম। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন বান্ডেল। সাত চারে ৭৮ বলে সাজিয়েছেন নিজের ইনিংসটি। ৬৪ রান করে অপরাজিত থেকেছেন কোল ম্যাককনচি। ৪৫ বলের ইনিংসে পাঁচ চার ও দই ছয় হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ৬০ বলে ৪৫ রান করেছেন অধিনায়ক টম লাথাম। তিনটি চার ছিলো তার ইনিংসে। ৩৩ রান এসেছে ওপেনার উইল ইয়ংয়ের ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদী ও ইমাদ ওয়াসিমরা ২টি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post