স্পোর্টস ডেস্কঃ ইমার্জিং এশিয়া কাপে দারুণ এক ইনিংস খেলে আউট হলেন সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে অল্পের জন্য ফিফটি মিস করেছেন। মাত্র ২ রানের জন্য ফিফটি মিস করেছেন এই বাঁহাতি ব্যাটার। তবে ঝড়ো ব্যাট করে দলের রান বাড়াতে সহায়তা করেছেন।
ইনিংসের ৪১তম ওভারের শেষ বলে মোহাম্মদ ইব্রাহিমকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন সৌম্য। আউট হওয়ার আগে খেলে যান ৪২ বলে ৩টি করে চার ও ছয়ের মারে ৪৮ রানের ইনিংস। ছয় নম্বরে ব্যাট করতে নেমে সৌম্যের স্ট্রাইক রেট ছিল ১১৪’র বেশি।
জাকির হাসান আউট হওয়ার পর উইকেটে এসে মাহমুদুল হাসান জয়কে বেশ ভালো সঙ্গ দিয়েছেন সৌম্য। ৭৯ রানের জুটি করেছেন জয়ের সাথে। সেই জুটি এবার ভেঙে গেল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ৪৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৮ রান। সেঞ্চুরির পথে থাকা মাহমুদুল হাসান জয় ৯২ ও আকবর আলি ৪ রান করে অপরাজিত আছেন।
এর আগে আসরের প্রথম ম্যাচেও ফিফটি মিস করেছিলেন সৌম্য। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের সুযোগই পাননি। এর আগেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post