নিজস্ব প্রতিবেদক: দলীয় স্কোর দুইশ পার করেছে বাংলাদেশ। ৪০ ওভার চার বলে বাংলাদেশের সংগ্রহ ২শ৩ রান। এই রান সংগ্রহ করতে বাংলাদেশ দল হারিয়েছে চারটি উইকেট।
দুর্দান্ত ব্যাটিং করা ‘সাইলেন্ড’ কিলার মাহমুদুল্রার রিয়াদ আউট হয়েছে। দলীয় ৪০ ওভারে মোহাম্মদ নাবির বল তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।
মাহমুদুল্লা আউট হওয়ার আগে ৭৪ বলে ৬২ রানের ঝলমলে এক কার্য্যকরী ইনিংস খেলেন। সাকিব ব্যাট করছেন ১৭ রানে। মাহমুদুল্লার বিদায়ের পর সাকিবকে সঙ্গ দিতে ব্যাটিংয়ে নেমেছেন মুশফিকুর রহিম।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনা্য়ক মাশরাফি বিন মর্তুজা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিন-রাত্রির এ ম্যাচটি শুরু হয় দুপুর আড়াইটায়।