স্পোর্টস ডেস্ক:: ঈদুল ফিতরের দুই সপ্তাহ পর মধ্যরাতে সকলকে রমজান, ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেইজে বুধবার মধ্যরাতে শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়েছে।
বাফুফেকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে বেশ। সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহের দুর্নীতি কাণ্ডের রেশ কাটতে না কাটতেই সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এ নিয়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, টিক তখনি ফেডারেশন সভাপতি ঈদ, রমজান ও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
বাফুফের মাসিক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়েছে। ভেরিফাইড ফেসবুক পেইজে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বার্তায় লিখা হয়েছে’ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমজান, বাংলা নববর্ষ ও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই উৎসবগুলো সবার জীবনে সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে এসেছে। আশা
করি বাংলা নতুন বছরে নতুন প্রেরনা নিয়ে দেশের ফুটবলের উন্নয়নে সামনে এগিয়ে যাব।
সম্পূর্ণ মাসিক বিবৃতিটি পড়তে ক্লিক করুন- ‘
ফেসবুক পোস্টের সঙ্গে একটি বিবৃতিতেও যুক্ত করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের পরিবার নিয়ে বাজে মন্তব্যের পর ক্ষমা প্রার্থনাও করেছেন বাফুফের সর্বোচ্চ ক্ষমতাধর এই ব্যক্তি। এরপরও থামছে না সমালোচনা। বিভিন্ন মহল থেকে তার পদত্যাগেরও দাবি উঠছে।
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি শাস্তি মূলক ব্যবস্থাও নিয়েছে। ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠনটির অনারারী মেম্বার ছিলেন কাজী সালাউদ্দিন। তাকে সদস্য পদ থেকে বহিস্কার করেছে সংগঠনটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০