স্পোর্টস ডেস্ক:: আবুধাবিতে আইসিসি টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ নারী দল। টাইগ্রেসরা ১৪ রানে আয়ারল্যান্ডকে হারিয়েছে। দুই সুলতানার ব্যাটে চড়ে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
অধিনায়ক নিগার সুলতানার হাফ সেঞ্চুরি ও শামীমা সুলতানার হাফ সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে বাংলাদেশ নারী দল আগে ব্যাট করে ১৪৩ রান তুলে। জবাবে খেলতে নামা আয়ারল্যান্ড নারী দল ২ বল হাতে রেখে গুটিয়ে যায় ১২৯ রানে।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৪ উইকেটে ১৪৩ রানের চ্যালেঞ্জিং পূঁজি পায় নিগার সুলতানা ও শামীমা সুলতানার ব্যাটে। ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ৫৩ বলের ইনিংসে ১০ চার ও ১ ছক্কা হাঁকান তিনি। মাত্র দুই রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন শামীমা সুলতানা। এই ওপেনার সাত চারে ৪০ বলে করেছেন ৪৮ রান। এছাড়াও ১৬ রান করেছেন মুর্শেদা খাতুন।
আইরিশদের হয়ে পাউ, কিল্লিরা ১টি করে উইকেট লাভ করেন।
১৪৪ রানের টার্গেটে খেলতে নামা আয়ারল্যান্ডের মেয়েরা বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৪ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায়। ফিল্ডিংয়ে দুর্দান্ত বাংলাদেশ প্রতিপক্ষের তিন ব্যাটারকে রানআউটের ফাঁদে ফেলে। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন এইমার রিচার্ডসন। ২৬ বলের ইনিংসে চার চার ও এক ছক্কার মার ছিলো। দ্বিতীয় সর্বোচ্চ ওপেনার এমি হান্টার। ৩২ বলের ইনিংসে তিন চারে ৩৩ রান করেছেন তিনি। এছাড়াও ২৮ রান করেন অধিনায়ক ডেলনী।
বাংলাদেশের হয়ে সালমান খাতুন ৩টি, সানজিদা আক্তার ও নাহিদা আক্তার ২টি করে উইকট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০