দুই সেঞ্চুরিতে রানের পাহাড়ে শ্রীলঙ্কা, লড়াই করছে জিম্বাবুয়ে

0
21

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে দুই সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। কুশল পেরেরার পর উপল থারাঙ্গার অপরাজিত সেঞ্চুরিতে রানে বড় সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে দ্বিতীয় দিনে সবকটি উইকেট হারিয়ে ৫৩৭ রান করেছে দলটি। তবে দিন শেষে এক উইকেট হারিয়ে ৮৮ রান করেছে জিম্বাবুয়ে। এখনও তারা ৪৪৯ রানে পিছিয়ে।

হারারে স্পোর্টস ক্লাবে প্রথম দিন চার উইকেট হারিয়ে ৩১৭ রান করা লঙ্কানরা দ্বিতীয় দিন আরও ২২০ রান যোগ করে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন থারাঙ্গা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ৫৪ রান আসে অ্যাসেলা গুনারত্নের ব্যাট থেকে।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান স্পিনার গ্রায়েম ক্রেমার। এমপোফু পান দুটি উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানে ওপেনার ব্রায়ান চারির উইকেট হারালেও দিন শেষে ভালো অবস্থানে আছে জিম্বাবুয়ে। ৪১ রানে অপরাজিত আছেন আরেক ওপেনার টিনো মায়োও। ৩৩ রানে মাঠ ছেড়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। রঙ্গনা হেরাথ নিয়েছেন একটি উইকেট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here