দুই সেঞ্চুরির ম্যাচেও সেঞ্চুরির আক্ষেপ, জবাব পাল্টা জবাবের ম্যাচ

0
307

স্পোর্টস ডেস্ক:: বাবর আজম-টম লাথামদের পাকিস্তান-নিউজিল্যান্ডের জবাব পাল্টা জবাবের রোমাঞ্চকর এক ম্যাচ। অল্পের জন্য আফসোসে পুড়লেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। দুই রানের জন্য করতে পারেননি সেঞ্চুরি। আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মিচেল, জবাবে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে ছিলেন ফখর জামান।

এবারো মিচেলের সেঞ্চুরি, জবাবে ফখর জামানের একাই ১৮০ রান। তাতে আবারো নিউজিল্যান্ডের হার। বাবর আজম-টম লাথামদের দুই সেঞ্চুরি, এক সেঞ্চুরি মিসের ম্যাচে হাফ সেঞ্চুরিও এসেছে এক হালি।

পাঁচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিলো রোমাঞ্চে ঠাসা। দারুণ, দুর্দান্ত এক ম্যাচ জিতে পাকিস্তান ব্যবধান করেছেন ২-০। তাতে পুরো অবদানই ফখর জামানের। নিউজিল্যান্ডের ৩৩৬ রানের পাহাড়সম টার্গেট স্বাগতিকরা টপকেছে তার ব্যাটে চড়েই।

আগে ব্যাট করা নিউজিল্যান্ড মিচেলের সেঞ্চুরি, টম লাথামের ৯৮ রানে ৩৩৬ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান ফখর জামানের ১৮০ রানে মাত্র তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে।

রাওয়াল পিন্ডিতে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ডেরিল ম্যাচের সেঞ্চুরি ও টম লাথামের দুই রানের আক্ষেপের ম্যাচে ৫ উইকেটে ৩৩৬ রান তুলে। পাকিস্তানী বোলারদের শাসন করে মিচেল টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। ১১৯ বলে ১২৯ রানের ইনিংসে আট চার ও তিন ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেঞ্চুরি মিস করা অধিনায়ক লাথাম ৯৮ রানে কাটা পড়েছেন। ৮৫ বলের ইনিংস সাজিয়েছেন আট চারের সঙ্গে এক ছক্কায়। এছাড়াও সাত চারে ৫১ বলে ৫১ রান করেছেন।

পাকিস্তানের হয়ে হারিস রউফ ৪টি ও নাসিম শাহ ১টি উইকেট লাভ করেছেন।

৩৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা পাকিস্তানকে একাই জিতিয়ে দেন ফখর জামান। তার ১৮০ রানের নান্দনিক এক ইনিংসে স্বাগতিকরা ১০ বল হাতে রেখে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ১৭ টি চার ও ছয়টি বিশাল ছক্কায় ১৪৪ বলে ‘ডাবল সেঞ্চুরি’ থেকে মাত্র ২০ রান দুরে থামেন পাক ওপেনার।

স্বাগতিক অধিনায়ক বাবর আজমও করেছেন হাফ সেঞ্চুরি। ৬৬ বলে ৬৫ রান করেছেন পাঁচ চার ও এক ছক্কায়। কম যাননি মোহাম্মদ রিজওয়ান। হাফ সেঞ্চুরি করে জয় নিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ছয় চারে ৪১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধী ও ম্যাট হেনরিরা ১টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here