নিজস্ব প্রতিবেদক:: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এক ম্যাচেই এসেছে দুই সেঞ্চুরি, চার হাফ সেঞ্চুরি। রান বন্যার ম্যাচে দুই ইনিংসে এসেছে ৬০৫ রান। তাতে বৃষ্টি আইনে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৫৯ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি।
শেখ জামাল ক্লাবের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন সৈকত আলী। হাফ সেঞ্চুরি করেছেন আরো তিন ব্যাটার নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান ও পারভেজ রসুল। জবাবে ব্যাট করতে নামা লিজেন্ডসের হয়ে সেঞ্চুরি করেছেন ইরফান শুক্কর, হাফ সেঞ্চুরি করেছেন পারভেজ হোসাইন। শেখ জামালের ৩৫০ রানের বিপরীতে ডিএল মেথডে ৩১৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা রূপগঞ্জ ২৫৫ রানে থেমেছে।
আগে ব্যাট করা শেখ জামাল নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫০ রান তুলে। ১০৮ রানের ঝলমলে ইনিংস খেলেন সৈকত আলি। ৮১ বলের ইনিংসে দশ চার ও পাঁচ ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৬২ রান করেছেন হাফ সেঞ্চুরিয়ান সোহান। ৭৭ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন চার চার ও দুই ছক্কায়। অপর দুই হাফ সেঞ্চুরিয়ান জিয়াউর রহমান ৬৪ রানে ও পারভেজ রসুল ৫১ রানে অপরাজিত থাকেন। ৪২ বলে পাঁচ চার ও চার চয়ে নিজের ইনিংসটি সাজান জিয়াউর। ২৫ বলের বিস্ফোরক ইনিংসে পাঁচ চার ও তিন ছক্কা হাঁকিয়েছেন পারভেজ। এছাড়াও ৪২ রান করেছেন রবিউল।
রূপগঞ্জের হয়ে চিরাগ জানি ও জাওয়াদ ২টি করে উইকেট লাভ করেন।
বৃষ্টি আইনে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪৬.১ ওভারে ৩১৫ রানের টার্গেট দেওয়া হয়। চ্যালেঞ্জিং টার্গেটে খেলতে নামা দলটি ইরফান শুক্কুরের সেঞ্চুরিতেও জিততে পারেনি। নির্ধারিত ওভারে সাত উইকেটে ২৫৫ রান তুলতে সমর্থ হয় তারা। সর্বোচ্চ ১০০ রান করে অপরাজিত থাকেন ইরফান। শতক হাঁকিয়েও জেতাতে পারেননি দলকে। ১১১ বলের অপরাজিত থাকার ইনিংসটি সাজিয়েছেন এগারোটি চারে। এছাড়াও হাফ সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন করেছেন ৬৩ রান। ৬৫ বলের ইনিংসে দুই চার ও পাঁচ ছক্কা হাঁকিয়েছেন। এছাড়াও ২৩ রান করেছেন সোহাগ গাজী।
শেখ জামালের হয়ে পারভেজ রসুল ৩টি ও আরিফ আহমদ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০