স্পোর্টস ডেস্ক: বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৩৩ রান। হাতে আছে দুই উইকেট। আর ইংল্যান্ডকে জিততে হলে প্রয়োজন মাত্র দু’টি উইকেট। পঞ্চম দিনে রহস্যময়ী স্পিন স্বর্গ চট্টগ্রামের উইকেটে দু’টি ‘আনপ্লেয়েবল’ হলেই জিতে যাবে ইংলিশরা। তাই ইংল্যান্ড দু’টি ভালো বলের অপেক্ষায় আছে। আগামিকাল সোমবার সকালে দু’টি ভালো বলই ইংল্যান্ডকে এনে দিতে পারে শ্বাসরুদ্ধকর জয়।
আজ রাতটা্ তাই টেনশনেই কাটবে দ’দলের খেলোয়াড়দের। সেই টেনশনের কথা আড়াল করলেন না ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রডকে। চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে সেই কথাই বললেন তিনি। সোজাসুজিই বলে দিলেন, ‘রাতটা খুবই টেনশনে কাটবে।’
পঞ্চমদিনের লক্ষ্য কী এমন প্রশ্নে ব্রড বলেন, ‘হয়তো প্রঞ্চম দিনের প্রথম ঘণ্টায় খেলা শেষ হয়ে যাবে। আমাদের দরকার দুটো উইকেট। তাই দিনের শুরুতেই দুটো আনপ্লেয়েবল ডেলিভারি (বল) চাই। যার মাধ্যমে দ্রুত বাকি দুই উইকেট তুলে নিয়ে জয় নিয়ে ফিরতে পারবো।’
চট্টগ্রাম টেস্টটা কেমন হচ্ছে-এমন প্রশ্নের জবাবে এই ম্যাচে ব্যক্তিগত ৯৯ তম টেস্টে নামা ইংলিশ পেসারের জবাব, ‘দুর্দান্ত টেস্ট ম্যাচ হচ্ছে। ব্যাট করা খুবই কঠিন এই উইকেটে।’
বাংলাদেশ খুব ভালো খেলেছে উল্লেখ করে ক্রিস ব্রড পুত্র বলেন, ‘বাংলাদেশের পারফরম্যান্স বিস্মিত করার মতোই। সাব্বির অসাধারণ খেলেছে। মুশফিকও শান্ত মেজাজে দুর্দান্ত ইনিংস খেলেছে। সবাই কম বেশি ভালো খেলছে।’
ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি নিয়ে কম বিতর্ক হয়নি। সেই ধারা বজায় আছে চলমান টেস্টেও! রোববারও কয়েক দফা স্লেজিং করতে দেখা গেছে ইংলিশ ফিল্ডারদের।
চতুর্থ দিন শেষে ব্রডকে কথা বলতে হলো সেই স্লেজিং নিয়েও। তবে এমন প্রশ্নে ব্রড খুবই কৌশলী উত্তর দিয়েছেন, ‘আমরা সবাই দেশের হয়ে খেলছি। আমাদের সবাই দেখছেন। তাই এমন কিছু হওয়া উচিত না যেটা সম্মানজনক পরিস্থিতির বাইরে চলে যায়।’ তবে স্লেজিং সব পর্যায়ের ক্রিকেটে হয় জানিয়ে হাসতে হাসতে ব্রড বলেন, স্লেজিংয়ে তিনি মজা পান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০