স্পোর্টস ডেস্কঃ প্রথম দেখাতেই যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারিয়ে বেকায়দায় আছে তারকাখচিত বাংলাদেশ দল। আজ নিজেদের হোয়াইটওয়াশ থেকে বাঁচাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে টাইগাররা। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় র্যাঙ্কিংয়ের ১৯তম দলের বিপক্ষে টাইগারদের বাজে পারফরম্যান্স।
বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতিমূলক সিরিজে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে এমন হার বাংলাদেশ দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, ‘প্রত্যাশিত ফর্মে সবাই নেই, এটা দুঃখজনক। কাঙ্ক্ষিত ফলাফলও করতে পারছি না। হতাশাজনকই বলব, দুটি ম্যাচেই জেতার মতো অবস্থায় ছিলাম।’
এদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুটিতে টাইগারদের ব্যর্থতা নিয়েও নিজের মতামত দিয়েছেন লিপু। প্রথম ম্যাচ হারের জন্য তিনি অনুশীলনের সুযোগ না পাওয়ার অজুহাত দিলেও দ্বিতীয় ম্যাচে হারের দায়টা দিয়েছেন ব্যাটারদের। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে ব্যাটিংয়ে চাপে ছিলাম। টর্নেডোর কারণে অনুশীলন করতে পারেনি দল। দ্বিতীয় ম্যাচে পরিস্থিতি অনুযায়ী ব্যাট হয়নি। ১৫০ এর বেশি টি-টোয়েন্টি খেলেছি। সঠিক সময় সঠিকভাবে কাজ লাগাতে না পারা হতাশার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post