স্পোর্টস ডেস্ক:: আজ দুপুরে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। বোর্ড সভাপতি ফারুক আহমদসহ দলের কোচিং স্টাফের সদস্যরাও এ সময় উপস্থিত থাকবেন।
পাকিস্তানকে পরপর দুই টেস্টে হারিয়ে সিরিজ জেতা বাংলাদেশ দলকে সাথে সাথেই অভিনন্দন জানিয়ে ছিলেন ড. মুহাম্মদ ইউনুস। এরপর তিনি টেস্ট জয়ী ক্রিকেটারদের সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন।
আগের ১৩টেস্টে টানা হেরে চলা বাংলাদেশ পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়ায়। স্বাগতিকদের নাকিন-চুবানি খাইয়ে দুুই ম্যাচের টেস্ট সিরিজের দু’টিতেই বড় ব্যবধানে জিতে। টেস্টে পাকিস্তানের মাটিতে ইতিহাসে প্রথমবার তাদেরকে হারায় বাংলাদেশ। এমন গৌরবজ্জ্বল সাফল্যের পর ক্রিকেটারদের প্রশংসা চলছে চারিদিকে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রিকেটাররা মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন করবেন। এরপর দুপুর ১টায় জাতীয় দলের টিম বাস যাবে প্রধান উপদেষ্টার দফতরে। সেখানে ড. মুহাম্মদ ইউনুস সংবর্ধনা দেবেন ক্রিকেটারদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০