নিজস্ব প্রতিবেদকঃ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রোববার বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। সিরিজে তিন ম্যাচের ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। এরপর মাঠে গড়াবে একমাত্র টেস্টের সিরিজ। আনুষ্ঠানিক বিবৃতিতে শনিবার আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি।
রোববার সকালে ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড। সেখান থেকে তারা সিলেটের বিমান ধরবে। দুপুর ১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে আইরিশদের। রোববার সিলেট পৌঁছে বিশ্রামে থাকবে সফরকারীরা। এরপর ১৩ মার্চ (সোমবার) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের অনুশীলন শুরু করবে। ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অ্যান্ড্রু বালবার্নি-পল স্টার্লিংদের।
সিলেটের মাঠে ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ১৮, ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। তবে সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়। চট্টগ্রামের মাঠে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে – ২৭, ২৯ ও ৩১ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে সকাল ১০টায়।
বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজের চূড়ান্ত সূচি-
১ম ওয়ানডে- ১৮ মার্চ, সিলেট
২য় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট
৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট।
১ম টি-টোয়েন্টি- ২৭ মার্চ, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি- ২৯ মার্চ, চট্টগ্রাম
৩য় টি-টোয়েন্টি- ৩১ মার্চ, চট্টগ্রাম।
একমাত্র টেস্ট- ৪-৮ এপ্রিল, ঢাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post