দুবাইকে হারিয়ে শীর্ষে ডেজার্ট

0
54

স্পোর্টস ডেস্কঃ ডেজার্ট ভাইপার্সের আরেকটি দারুণ পারফরম্যান্স। দুবাই ক্যাপিটালসকে ২২ রানে হারিয়ে ডেজার্ট আইএল টি-টোয়েন্টির পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে গালফ জায়ান্টস (১২ পয়েন্ট)। দুবাই ৭ পয়েন্ট নিয়ে পাঁচে।

আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে শেষে ডেজার্টের স্কোর ছিল ৩ উইকেটে ৪৫ রান। প্রথম ওভারে অ্যালেক্স হেলসের (১) বড় উইকেট নেন ফ্রেড ক্লাসেন। দ্রুতই ফিরেন অধিনায়ক কলিন মুনরোও (১)। ষষ্ঠ ওভারে রোহান মুস্তফা (৩১) বিদায় নেওয়ার পর স্যাম বিলিংস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা সামলে নেন।

১১তম ওভারে ৩১ রানের এই জুটি ভেঙে যাওয়ার পর ম্যাচ ঘুরিয়ে দেন শেরফান রাদারফোর্ড। বিলিংসকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন তিনি। বিশেষ করে ১৬তম ওভারে ইউসুফকে টানা পাঁচটি ছক্কা মেরে স্কোর বাড়িয়ে নেন ক্যারিবিয়ান ব্যাটার। ওই ওভারে ৩১ রান তোলার পরে রান আউট হন রাদারফোর্ড। ২৩ বলে ৬ ছক্কার মারে ৫০ রান করেন তিনি। ৪৮ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৪ রান করে বিলিংসও বিদায় নেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে ডেজার্ট।

ক্লাসেন দুবাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন।

১৮৩ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারে জর্জ মুনসি ডাক মারলেও রবিন উথাপ্পা ও সিকান্দার রাজার ব্যাটে ভালো শুরু করেছিল দুবাই। উথাপ্পা ২১ বলে ৫ চারের মারে ৩০ রান করে আউট হন। এরপর ৩২ বলে ১ চার ও ২ ছয়ে ৪১ রান করা রাজা ও রোভম্যান পাওয়েলের ২৫ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৩ রান ছাড়া আর কেউ ক্রিজে জমতে পারেননি। ৭ উইকেট হারিয়ে ১৬০ রানের বেশি করতে পারেনি দুবাই।

শেলডন কটরেল ও লুক উড ডেজার্টের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here