স্পোর্টস ডেস্ক:: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান, স্বাগতিক মোহাম্মদ রিজওয়ানের দল। তবে টুর্নামেন্টের আরেক স্বাগতিক দল আছে। রোহিত শর্মার ভারত যে স্বাগতিকের সব সুবিধাই পাচ্ছে। এক ভেন্যুতে সব খেলছে দলটি। নিজেদের পছন্দ মতো বেছে নিয়েছে ভেন্যু।
ভারতের চাওয়াতেই দুবাইয়ে তাদের ম্যাচগুলো আয়োজন করতে হচ্ছে। ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলনও করছে দলটি। মূল উইকেটে বোলারদের স্পট বোলিং, ক্যাচিং অনুশীলন সবই হয়েছে। স্বাগতিক দল যে সব সুযোগ-সুবিধা পায় তার সবই পাচ্ছে ভারত। অথচ তাদের প্রতিপক্ষক বাংলাদেশকে ম্যাচের আগের দিন অনুশীলন করতে হয়েছে মূল মাঠ থেকে দুই কিলোমিটার দূরের একাডেমি মাঠে।
দুবাইয়ের উইকেট স্পিন সহায়ক। স্বাগতিক ভারত তাই জেনে বুঝেই নিজেদের স্কোয়াডে পাঁচ স্পিনার নিয়ে এসেছে।কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ও ওয়াশিংটন সুন্দররা চ্যালেঞ্জ জানাবেন টাইগারদের। স্কোয়াড দেখেই বুঝা যাচ্ছে বাংলাদেশকে স্পিনেই আক্রমণ করবে রোহিত শর্মার দল।
ফিল সিমন্সের শিষ্যরা সেটা বুঝতে পেরেছেন বেশ। তাইতো একাডেমি মাঠে দীর্ঘ সময় তারা অনুশীলন করেছেন স্পিনেই। নেটের একের পর এক স্পিন বল খেলেই আজ ভারত বধের প্রস্তুুতি নিয়েছেন।
বাংলাদেশসহ অন্য দলগুলো যখন দুবাই-পাকিস্তান-দুবাই দৌড়াদৌড়ি করে ম্যাচ খেলবে, ভারত সেখানে দুবাইয়েই সব ম্যাচ খেলবে। সেমিফাইনাল, এমনকি ফাইনালে উঠলে দুবাই ছাড়বে না তারা। তাই দুবাইয়ের উইকেটের চাহিদা বুঝেই দলে একাধিক স্পিনার নিয়ে এসেছে দলটি। যদিও অধিনায়ক সেটি মানতে নারাজ। রোহিত শর্মার মতে তার দলে স্পেশালিস্ট স্পিনার দুই জন। বাকিরা সবাই অলরাউন্ডার।
স্পিন আক্রমণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেন,‘পাঁচ স্পিনার কোথায় দেখলেন? স্পিনার তো দুজন! বাকি যাঁদের স্পিনার বলছেন, তাঁরা অলরাউন্ডার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০