স্পোর্টস ডেস্ক:: সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে কাল বৃহস্পতিবার দুবাইয়ে শুরু হচ্ছে ফ্রেন্ডশিপ সিরিজ। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিসিবি দুবাইয়ে অনুশীলন ক্যাম্প করার আগ্রহ জানিয়েছিলো।
টাইগারদের নিজেদের মাটিতে পেয়ে সিরিজ খেলার প্রস্তাব দেয় সংযুক্ত আরব-আমিরাত। বিনা খরচে অনুশীলন ক্যাম্পের সঙ্গে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলার সুযোগ পাওয়ায় বিসিবিও রাজি হয়ে যায়। ২৫ সেপ্টেম্বর প্রথম টি-২০ ম্যাচ এবং ২৭ সেপ্টেম্বর অনুষ্টিত হবে দ্বিতীয় টি-২০ ম্যাচটি।
টি-২০ বিশ্বকাপের আগে বিদেশের মাটিতে অনুশীলন ক্যাম্পের আগ্রহ প্রকাশ করেছিলেন টাইগারদের নতুন কোচ শ্রীধরন শ্রীলাম। টেকনিক্যাল পরামর্শের মোড়কে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন এই ভারতীয়।
শ্রীধরনের প্রথম অ্যাসাইনমেন্ট ছিলো এশিয়া কাপ। সেখানে চরম ভাবে ব্যর্থ হয় বাংলাদেশ। তিন দলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় টাইগাররা। শুন্য হাতেই ফিরতে হয় দুবাই থেকে। দুবাইয়ে স্বাগতিকদের বিপক্ষে টি-২০ সিরিজ শেষেই নিউজিল্যান্ডে আছে ত্রিদেশীয় সিরিজ। এরপরই বিশ্বকাপে যাবে টাইগাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০