স্পোর্টস ডেস্কঃ টেস্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এসেছিল আগেই। এবার ওয়ানডে থেকেও অবসরে চলে গেছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার আনুষ্ঠানিকভাবে নিজের এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। যার ফলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালই ছিল ওয়ার্নারের শেষ ম্যাচ।
এই দুই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর মূল কারণ, বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়ার্নারের চাহিদা। তাকে পেতে মরিয়া সবাই। লোভনীয় অফার মিস করতে চান না ওয়ার্নার নিজেও। এদিকে ক্যারিয়ারও ফুরিয়ে আসছে। তাই শেষ সময়ে এসে শুধু টি-টোয়েন্টিতেই মনোযোগ দিতে চান।
ওয়ানডে ও টেস্টে অবসরের ঘোষণা দেওয়া ওয়ার্নার খেলবেন জানুয়ারিতে হতে যাওয়া আইএল টি-টোয়েন্টিতে। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ট্যারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন। এই দলের মালিকানায় মূলত আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। দিল্লিতে আছেন ওয়ার্নার। সেই দলের অধিনায়ক তিনি।
এবার আইএল টি-টোয়েন্টিতেও একই ফ্র্যাঞ্চাইজির দল দুবাই ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ওয়ার্নার। রোববার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস কর্তৃপক্ষ। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরে ওয়ার্নারকে দেখা যাবে দুবাই ক্যাপিটালসের নেতৃত্বে।
এই ঘোষণার পরদিনই আসলো ওয়ার্নারের ওয়ানডে ছাড়ার ঘোষণা। এছাড়া চলমান পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সাদা পোশাককেও বিদায় জানানোর ঘোষণা আগেভাগেই দিয়ে রেখেছিলেন ৩৭ বছর বয়সী তারকা। তবে টি-টোয়েন্টিতে চালিয়ে যাবেন খেলা। সব ঠিক থাকলে সামনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post