স্পোর্টস ডেস্কঃ এএফসি কাপের ম্যাচে মঙ্গলবার রাতে মাঠে নামে বসুন্ধরা কিংস। ভারতের ভুবনেশ্বরে মোহনবাগানের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। রাতের ম্যাচে স্বাগতিকদের ২-২ গোলে রুখে দিয়েছে কিংস। এই প্রতিপক্ষের সাথে সর্বশেষ ম্যাচে ৪–০ গোলে হেরেছিল তারা। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল কিংসের সামনে। প্রতিশোধ নিতে না পারলেও দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত কিংস ২-২ গোলে ড্র করেছে।
কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগানকে শুরুতে ভালোই চাপে রেখেছিল বসুন্ধরা। এরপরও ২৮ মিনিটে গোলটা হজম করতেই হয়েছে বাংলাদেশের দলটাকে। ডান দিকে দিয়ে আক্রমণে ওঠা হুগো বোমোস অনেকটা এগিয়ে বক্সে বল বাড়ান। তা নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় কাট ব্যাক করেন জ্যাসন কামিন্স; নিখুঁত শটে বাকি কাজ সারেন অজি ফরোয়ার্ড দিমিত্রি পেট্রাতোস।
বাংলাদেশের চ্যাম্পিয়নরা পাল্টা জবাব দিতে দেরি করেনি। ৩৩তম মিনিটে স্বদেশি ব্রাজিলিয়ান রবসন রবিনহোর থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গায়ের সঙ্গে সেঁটে থাকা হেক্টর ক্যান্টনের প্রতিরোধ ভেঙে দারুণ শটে সমতা ফেরান দরিয়েলতন গোমেজ। দুই মিনিট পরই এগিয়ে যেতে পারত বসুন্ধরা। কিন্তু বক্সের একটু বাইরে থেকে রবসনের জায়গা করে নিয়ে জোরালো শট আটকে যায় ক্রসবারে।
বিরতি থেকে ফিরে দরিয়েলতন মোহনবাগান গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেন নি। ব্রাজিলিয়ান এই ফুটবলারের শট আটকায় ক্রসবারে লেগে। এরপর মোহনবাগান নিজেদের সুযোগ কাজে লাগিয়ে আবারও এগিয়ে যায় ৫৪ মিনিটে। দিমিত্রি পেট্রাতোসের বাড়ানো বলে বাঁ প্রান্ত থেকে জোরালো শটে বসুন্ধরা গোলরক্ষক শ্রাবণের মাথার ওপর দিয়ে ব্যবধান বাড়ান আশিস রাই।
সেই আশিস রাই ৬৯ মিনিটে পেনাল্টি উপহার দিলেন বসুন্ধরাকে। বল পায়ে বক্সে ঢোকা রবসনকে ফেলে দেন আশিস। রেফারির বাঁশি পেনাল্টির। পরের মিনিটে নিজেই শট নিয়ে বসুন্ধরাকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান অধিনায়ক। এরপর আর কোনো দল গোল পায়নি। তাতে বসুন্ধরা পেয়েছে স্বস্তির এক পয়েন্ট। এই ড্রয়ে তিন ম্যাচে ৪ পয়েন্টে পয়েন্ট টেবিলের দুইয়ে বসুন্ধরা। সমান ম্যাচে ৭ পয়েন্টে শীর্ষে মোহন বাগান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০