স্পোর্টস ডেস্কঃ শুরু হয়ে গেল ইউরো চ্যাম্পিয়নশিপের ২০২৪ সালের আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। ঘরের মাঠে স্কটিশদের উড়িয়ে দিয়েছে জার্মানরা। গোল উৎসবে অভিযান শুরু করে অসাধারণ কিছুর বার্তা দিয়ে রাখল তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
শুক্রবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইউরোর উদ্বোধনী ম্যাচটি ৫-১ গোলে জিতেছে জার্মানি। তাদের গোলগুলো করেন ফ্লোরিয়ান ভিরৎজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, নিকলাস ফুয়েলখুগ ও এমরে কান। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ১০ মিনিটের জশোুয়া কিমিখের পাস থেকে জার্মানির প্রথম গোলটা করেন লেভারকুসেনের ২১ বছর ৪২ দিন বয়সী মিডফিল্ডার ফ্লোরিয়ান। এতে করে সবচেয়ে কমবয়সী জার্মান ফুটবলার হিসেবে ইউরোতে গোলের রেকর্ড গড়েন তিনি।
জার্মানদের প্রথম গোল থেকে দ্বিতীয় গোলের সময় মাত্র ৯ মিনিট। দলের ১৯ মিনিটের সময় স্কোরশিটে নাম লেখান জামাল। হাভার্টজের পাস থেকে ডান পায়ের বুলেট শটে গোল করেন এই বায়ার্ন তারকা। ৪৪ মিনিটে জার্মান অধিনায়ক ইল্কাই গুন্দোয়ানকে ডি বক্সে ফাউল করে বসেন স্কটল্যান্ডের রায়ান পর্টিয়াস। ভিএআর সিদ্ধান্তে লাল কার্ড দেখে উঠে যেতে হয় এই ডিফেন্ডারকে। পেনাল্টি পায় স্বাগতিকরা। হাভার্টজ করেন ৩-০ ব্যবধান। ৬৩তম মিনিটে হাভার্টজের বদলি নামা নিকলাস ডি-বক্সে বল পেয়ে বুলট গতির শটে স্কোরলাইন ৪-০ করেন। ৮৭তম মিনিটে আচমকা সান্ত্বনাসূচক গোলটি পায় স্কটল্যান্ড। মাঝমাঠে থেকে সতীর্থের নেওয়া ফ্রি কিকে বল বক্সে পেয়ে ঠিকমতো হেড যদিও করতে পারেননি স্কট ম্যাককেনা; কিন্তু বল ডিফেন্ডার রুডিগারের মাথায় লেগে চলে যায় জালে। যোগ করা সময়ের শেষ মিনিটে টমাস মুলারের পাস ধরে বক্সের বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন ডর্টমুন্ডের মিডফিল্ডার কান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post