দুর্দান্ত জয়ে শীর্ষ চারে ম্যানইউ

0
81

স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগের দল পয়েন্ট টেবিলের শীর্ষ চারে নিজেদের অবস্থান করলো আরো মজবুত। প্রথমার্ধের গোলে লিড নেওয়ার যোগ করা সময়ের গোলে উলভারহাম্পটনকে হারিয়েছে ম্যানইউ।

দুই দলের সমানে সমানই লড়াইয়ের ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণ জমে উঠে ম্যাচ। তবে শেষ পর্যন্ত গোলের দেখা না পাওয়ায় উলভারহাম্পটনকে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

এই জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানইউ। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে নিউক্যাসল। ৮২ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে শীর্ষে। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। ৩৫ ম্যাচ খেলা এরিকের দল জিতেছে ২০ ম্যাচ। ‘ড্র’ করেছে ছয় ম্যাচে।

রাতের ম্যাচে ম্যানইউকে বেশ ভুগিয়েছে উলভারহাম্পটন। গোল করতে না পারলেও লড়াই করেছে সমানে সমান। গোলের জন্য ম্যানইউকে অপেক্ষা করতে হয়েছে আধঘন্টারও বেশি সময়। ম্যাচের ৩২তম মিনিটে ফরাসি তারকা অ্যান্টনি মার্শালের গোলে ১-০’র লিড পায় দলটি। উলভারহাম্পটন বিরতির আগে আর ম্যাচে ফিরতে পারেনি। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদেরকে।

বিরতির পর খেলা শুরু হলে উলভারহাম্পন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। আক্রমণ পাল্টা আক্রমণ চলে। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নটি দলটি। উল্টো যোগ করা সময়ে হজম করে আরো এক গোল। ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আর্জেন্টাইন তারকা আলেজান্দ্রো গার্নাচো শেষ পেরেক ঠুকে দেন উলভারহাম্পটনের কফিনে। তাতেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানউ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here