নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএল শুরু করল দুর্দান্ত ঢাকা। শুক্রবার বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে জিতেছে মোসাদ্দেক হোসেনের দল। মিরপুরে আজ আগে ব্যাট করতে নেমে ১৪৩ রানের বেশি করতে পারে নি কুমিল্লা। রান তাড়ায় জয়ের ভিত গড়ে দেন ঢাকার দুই ওপেনার দানুশকা গুনাথিকালা ও নাঈম শেখ। শেষদিকে ইরফান শুকুরের ইনিংসটিও ছিল বেশ কার্যকর। তাতে রোমাঞ্চকর জয়ে আসর শুরু করল ঢাকা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ঝড়ো ব্যাটিং শুরু করে দুর্দান্ত ঢাকা। নাঈম শেখের হাফসেঞ্চুরিতে ১৩ ওভারেই স্কোরবোর্ডে দলীয় শতরান পূরণ করে ঢাকা। কিন্তু ১০১ রানের সময় তানভির ইসলামের বলে ৪০ বলে ৩ ছক্কা ও সমান চারে ৫২ রান করে বিদায় নেন নাঈম শেখ।
নাঈমের বিদায়ের পর দ্রুতই ২ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। এতে করে ম্যাড় ম্যাড়ে ম্যাচে প্রাণ ফিরে আসে। এক পর্যায়ে শেষ ৭ বলে জয়ের জন্য ঢাকার প্রয়োজন পড়ে ১০ রান। ছক্কা মেরে ঢাকাকে জয়ের রেসে এগিয়ে নেন তিনি। ১৯তম ওভারের দ্বিতীয় বলে ১৬ বলে ২৪ রান করে আউট হন এ ব্যাটার । ফলে আবারও জমে উঠে ম্যাচ। কিন্তু শেষ ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন চতুরাঙ্গা ডি সিলভা। কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নেন তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান এবং খুশদিল শাহ নেন এক উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post