স্পোর্টস ডেস্কঃ বর্তমান বিশ্ব ক্রিকেটে আলো ছড়ানো কয়েকজন ব্যাটারের একজন সূর্যকুমার যাদব। ৩৬০ ডিগ্রিতে ব্যাট চালাতে পারেন তিনি। এবি ডি ভিলিয়ার্সের পর কেউই আর ৩৬০ ডিগ্রি ক্রিকেটার ছিলেন না। তবে এখন সূর্যকুমারকে দেখে সেটি বলার সুযোগ নেই।
ব্যাটিং স্টান্স, শট মারার ক্ষমতা, সবকিছুতেই অনবদ্য সূর্যকুমার। ভারতীয় এই তারকার পারফম্যান্সে মুগ্ধ সবাই। গেল ২০২২ সালটা বিশেষ করে টি-টোয়েন্টিতে দুর্দান্ত সময় পার করেছিলেন। ৩১ ম্যাচ খেলে রান করেছেন ১১৬৪। গড় ৪৬.৫৬ আর স্ট্রাইক রেট ১৮৭.৪৩। ২ সেঞ্চুরির সাথে ৯ হাফ সেঞ্চুরি আছে নামের পাশে।
এক বর্ষ পঞ্জিকায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান করার কীর্তি গড়েছেন দ্বিতীয় ক্রিকেটার হিসেবে। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন বছরজুড়ে। যেটি কিনা রেকর্ড। এক বর্ষ পঞ্জিকায় এর বেশি আর কেউ ছক্কা হাঁকাতে পারেননি।
বছরজুড়েই দুর্দান্ত পারফম্যান্সের পুরষ্কার পেয়েছেন সূর্যকুমার। ২০২২ সালের আইসিসির টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় তারকা। আনুষ্ঠানিকভাবে সূর্যকুমারকে এই স্বীকৃতির খবর নিশ্চিত করেছে আইসিসি কর্তৃপক্ষ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post