নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্রাদার্স ইউনিয়নকে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। চার ব্যাটারের ফিফটির পর বল হাতে তোপ ছড়িয়েছেন আব্দুল গাফফার সাকলাইন।
বিকেএসপির চার নম্বর মাঠে গাজীর দেওয়া ৩৪৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরুটা ভালো করলেও, ধীরে ধীরে বিপদে পড়ে ব্রাদার্স। মাঝে বৃষ্টির কারণে খেলায় কাঁটা পড়ে ৯ ওভার। ৪১ ওভারে তখন ব্রাদার্সের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০৯ রান। তবে ৪০.৩ ওভারে মাত্র ১৭৮ রানেই গুঁটিয়ে যায় ব্রাদার্সের ইনিংস। দেখতে হয় বিশাল এক হার। দলের পক্ষে সর্বোচ্চ ৪ বাউন্ডারিতে ৫১ রানের ইনিংস খেলেন ওপেনার আব্দুল মজিদ। রহমতউল্লাহ ২৬ ও মাহমুদুল হাসান করেন ২৪ রান।
গাজীর হয়ে ৮ ওভারে ৩৪ রান খরচায় একাই ৪ উইকেট শিকার করেন গাফফার। পারভেজ জীবন লাভ করেন ২ উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৪ রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে কোনো ব্যাটারই সেঞ্চুরি হাঁকাতে পারেননি। চার ব্যাটার হাঁকিয়েছেন ফিফটি। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে অধিনায়ক মেহেদী মারুফের উইকেট হারায় ব্রাদার্স। এরপর ১৩৩ রানের দুর্দান্ত এক জুটি গড়েন আরেক ওপেনার আনিসুল ইসলাম ও হাবিবুর রহমান। ৬৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬৫ রান করা আনিসুলের বিদায়ে ভাঙে সেই জুটি। এরপর ৫৫ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮১ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন হাবিবুর।
চতুর্থ উইকেটে সাব্বির হোসেন ও আল আমিন জুনিয়রের ১১৪ রানের জুটিতে বিশাল স্কোরের ভিত পায় গাজী গ্রুপ। শেষ পর্যন্ত সাড়ে তিনশ রান ছুঁইছুঁই স্কোর গড়ে দলটি। দলের পক্ষে ৭৮ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৪ রান করেন সাব্বির। ৬৬ বলে ৬ বাউন্ডারিতে ৬৪ রান আসে আল আমিনের ব্যাট থেকে।
ব্রাদার্সের হয়ে রাহাতুল ফেরদৌস জাভেদ ৫৬ রানে ৩ উইকেট শিকার করেন সর্বোচ্চ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post