স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। দুর্দান্ত শরিফুল-মিরাজে ব্যাটিংয়ে ধুঁকছে ক্যারিবিয়ানরা। শতরানের আগেই হারিয়ে ফেলেছে সাত উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি চলছে গায়ানায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিক উইন্ডিজের সংগ্রহ ৩১.৪ ওভারে ৭ উইকেটের বিনিমিয়ে ১০৫ রান। ৪ রানে ম্যাটি ও ১৪ রানে শেফার্ড অপরাজিত থেকে বিপর্যয় সামলানোর চেষ্টা করছেন। মুস্তাফিজের শিকারে শুরু করা বাংলাদেশ মিরাজে-শরিফুলে স্বাগতিকদের ব্যাটিং লাইন ধ্বসিয়ে দিয়েছে।
ইনিংসের দ্বিতীয় ওভারেই মুস্তাফিজের শিকারে প্রথম উইকেট হারানো দলটি দ্বিতীয় উইকেট ইনংসের ১২তম ওভারে।ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই দলীয় ১ রানে মুস্তাফিজের শিকারে সাজঘরে ফিরে যান ওপেনার শাই হোপ। ১ বল খেলা এই ব্যাটার রানের খাতা খুলতে পারেননি।
আরেক ওপেনার মায়ার্স তখন ব্রুকসকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন। তবে তাদের সফল হতে দেননি মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৩২ রানের মাথায় ফিরে যান ওপেনার মায়ার্সও। ২৭ বলের ধীর গতির ইনিংসে ১০ রান করেন তিনি।
দলীয় ৫৫ রানেই তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ২১তম ওভারের চতুর্থ বলে ব্রেন্ডন কিংকে সাজঘরে ফেরত পাঠান শরিফুল ইসলাম। মাত্র ৮ রান করেন এই ব্যাটার। পরের বলেই ব্রুকসকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রন এনে দেন এই বোলার। তিন চারে ৬৩ বলে মাত্র ৩৬ রান করেন এই ব্যাটার।
২৬তম ওভারের তৃতীয় বলে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ৭৪ রানের মাথায় মিরাজের বলে সাজঘরে ফিরেন রভম্যান পাওয়েল। ১১ বলে করেন মাত্র ৯ রান। ২৮তম ওভারেই প্রতিপক্ষের অধিনায়ক পুরানকে সাজঘরে পাঠিয়ে ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকে টাইগাররা। দলীয় ৯১ রানের মাথায় ওই ওভারের চতর্থ বলে ব্যক্তিগত ১৮ রান পুরানকে প্যাভেলিয়েন ফেরত পাঠান মিরাজ।
দুই ওভারের পরেই সপ্তম উইকেট হারায় ক্যারিবিয়ানরা। দলীয় ৯৭ রানের মাথায় ৩১তম ওভারের চতুর্থ বলে রানআউটের শিকারে সাজঘরে ফিরেন আকিল হোসেন। ১২ বলে ৩ রান করা এই ব্যাটারকে দুর্দান্ত এক রানআউট করেন মিরাজ।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মিরাজ ৩টি, শরিফুল ২টি ও মুস্তাফিজ ১টি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০