দুর্দান্ত শামসি, মারক্রাম আর হ্যানড্রিকসে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

0
49

স্পোর্টস ডেস্ক:: ঘরের মাঠে সিরিজ হারলো জস বাটলার, জনি বেয়ারস্টো-মঈন আলীরা। ব্যাট হাতে জ্বলে উঠা এইডেন মারক্রাম ও রেজা হ্যানড্রিকস আর বল হাতে দুর্দান্ত হয়ে উঠা শামসিতে ঘরের মাঠে ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়ে টি-২০ সিরিজ জিতলো সফরকারী দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে প্রোটিয়ারা।

আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা এইডেন মারক্রাম, রেজা হ্যানড্রিকসের ‘বিস্ফোরক’ ইনিংসে ১৯১ রান তুলতে সমর্থ হয়। জবাবে খেলতে নামা ইংল্যান্ড প্রোটিয়া বোলার শামসির তোপে পড়ে মাত্র ১০১ রানে গুটিয়ে গেছে। সিরিজের শেষ ম্যাচটি তাই ৯০ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় পূঁজি পায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেন রেজা হ্যানড্রিকস। ৫০ বলের ইনিংসটি নয়টি চার হাঁকিয়েছেন এই ব্যাটার। আরেক হাফ সেঞ্চুরিয়ান এইডেন মারক্রাম ৩৬ বলে ৫১ রানের নান্দনিক এক ইনিংস খেলে অপরাজিত থাকেন। পাঁচটি চারে সাজান নিজের ইনিংসটি। এছাড়াও ৩১ রান করেন রাইলী রুশো। ২২ রান আসে ডেভিড মিলারের ব্যাট থেকে।

ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলী ৩টি, মঈন আলী ও ক্রিস জর্ডান ১টি করে উইকেট লাভ করেন।

১৯২ রানের জবাবে খেলতে নামা ইংল্যান্ড শামসির তোপে পড়ে ১৬.৪ ওভারে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন জনি বেয়ারস্টো। ১৭ রান করেন ওপেনার জেসন রয়। ১৪ রান করে সংগ্রহ করেন জস বাটলার ও ক্রিস জর্ডান। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে ২৪ রানে ৫টি উইকেট শিকার করেন শামসি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here