দুর্বল গ্রানাডার বিপক্ষেও লড়াই করতে হলো বার্সাকে, জয় পেলো রিয়াল

0
28

স্পোর্টস ডেস্ক: লা লিগায় দুর্বল গ্রানাডার বিপক্ষে রীতিমত লড়াই করেই জিততে হলো বার্সেলোনাকে। কঠীন লাড়ইয়ের ম্যাজে রাফিনহার একমাত্র গোলে ১-০ ব্যবধানে মাঠ ছাড়তে পেরেছে লুইস এনরিকের শিষ্যরা।

শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে লিগ টেবিলের তলানিতে থাকা গ্রানাডাকে আতিথিয়েতা জানায় বার্সা। তবে এদিন গোল পেতে ব্যর্থ হন দলের সেরা তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার।

দিনের আরেক খেলায় রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষ অবস্থান মজবুত রাখে। হ্যাটট্রিক করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই এ ম্যাচে মেসিদের সামনে বেশ চাপই ছিল। কিন্তু প্রথমার্ধ গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

বিরতির পরই খেলায় ফিরে কাতালানরা। ভলির মাধ্যমে দারুণ এক গোল করে দলের হয়ে লিড নেন রাফিনহা। চলতি মৌসুমে গোলের দারুণ ধারাবাহিকতা ধরে রাখলেন এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। লিগে ছয় ম্যাচে করেছেন পাঁচ গোল।

তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি স্বাগতিক ফুটবলাররা। ফলে নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বার্সা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here