‘দুর্বল’ রিয়ালও জয়ে ফিরলো

0
48

স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগে অপেক্ষা করছে সিটির সাথে ফাইনালে যাওয়ার ‘মহারণ।’ এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কার্লো আনচেলত্তি লা লিগায় মাঠে নামালেন ‘দুর্বল’ দল। নিয়মিত একাদশের অনেক তারকাকে বিশ্রাম দিয়ে মাঠে নামা রিয়াল মাদ্রিদ তবুও জিতেছে। লা লিগায় ফিরেছে জয়ে।

লা লিগার শিরোপা বার্সার ঘরে। হেতাফের বিপক্ষে ম্যাচটি তাই খুব একটা গুরুত্বপূর্ণ ছিলো না। এমন গুরুত্বহীন ম্যাচে তাই পুরো শক্তি ক্ষয় করেননি আনচেলত্তি। করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে মাঠে নামান দ্বিতীয় সারির দল। তবুও তার দল জিতেছে ১-০ গোলের ব্যবধানে।

ম্যাচে দাপট দেখিয়ে খেললেও রিয়াল মাদ্রিদ গোলের ব্যবধান বড় করতে পারেনি। ৭৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা দলটিকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৭৭তম মিনিট পর্যন্ত। দারুণ খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল-হেতাফের কেউই। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও রিয়াল গোলের দেখা পাচ্ছিলো না। ভিনিসিউস জুনিয়রসহ আরো কয়েকজনকে দ্বিতীয়ার্ধে মাঠে নামান কার্লো আনচেলত্তি। তাতেই খুলে গোলের জট। ম্যাচের ৭০তম মিনিটে মার্কো আসেনসিওর গোলে ১-০ ব্যবধানে লিড নেয় রিয়াল। হেতাফে গোল শোধ দিতে না পরায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মাদ্রিদরা। লা লিগায় আগের ম্যাচে হেরেছিলো দলটি।

লিগ টেবিলে ৩৩ ম্যাচে ২৬ জয়ে ৮২ পয়েন্ট নিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরেছ আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ার মাদ্রিদ ৩৪ ম্যাচ খেলে জিতেছে ২২ ম্যাচ। ৭১ পয়েন্ট দলটির খাতা। পিছিয়ে আছে এগারো পয়েন্টে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here