কাইয়ুম আল রনি, দিল্লী থেকে:: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের একটি দিল্লী। ভারত বর্ষের রাজধানী দূষণে ফেছণে ফেছনে ঢাকাকেও। সেই শহরে এবার বাংলাদেশ দল। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে বিশ্বের সর্ববৃহত্ত দেশের রাজধানীতে সাকিবের দল।
দূষণের শহর দিল্লীতে এসেই বায়ু দূষণের কবলে পড়েছেন টাইগাররা। সিংহ বধের প্রস্তুুতিতে শুরুতেই হোঁচট। শুক্রবার নির্ধারিত অনুশীলন বাতিল করতে হয়েছে বাংলাদেশ দলকে। বৃহস্পতিবার দিল্লীর টিম হোটেল থেকে বেরিয়ে ছিলেন ক্রিকেটাররা। তাই ধুলাবালির শহরে কাঁশিতে আক্রান্ত হন তারা। টিম ম্যানেজম্যান্ট তাই শুক্রবারের অনুশীলন বাতিল করতে বাধ্য হয়।
এদিন পবিত্র জুম্মার নামাজ ক্রিকেটাররা আদায় করেছেন টিম হোটেলের পাশেই। সেখানেও গেছেন সবাই মাস্ক পড়ে। কাউকেই টিম হোটেলের বাইরে যাওয়ার খুব একটা সুযোগ দেওয়া হয়নি। ক্রিকেটারদের নিরাপদ ও সুস্থ রাখতে অরুণ জেটলি স্টেডিয়ামে রাতের অনুশীলন বাতিল করে দল।
অনেকটা অপরিচ্ছন্ন শহরে বায়ু দূষণ ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে খুব একটা প্রভাব পড়েনি দিল্লীতে। কিন্তুু এবার প্রভাব পড়তে শুরু করেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৪০০-কে বিপজ্জনক বলা হয়। সেখানে শুক্রবার একিউআই বেড়ে দাঁড়িয়েছে ৫০০তে!
অবস্থা বেগতিক দেখে টিম ম্যানেজম্যান্ট সন্ধা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পূর্ব নির্ধারিত অনুশীলন সিডিউল বাতিল করে। এদিন সন্ধ্যায় টিম হোটেলে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেছেন- ‘দিল্লির বায়ুদূষণ নিশ্চিতভাবেই উদ্বেগজনক। গতকাল বাইরে বেরিয়ে অনেকের কাঁশির সমস্যা হচ্ছে। রিক্স ফ্যাক্টর তো আছে। শরীর যেন আবার খারাপ না হয়ে যায়।বায়ু দূষণ গতকাল থেকে আজ বেশি খারাপ হওয়ায় আমরা অনুশীলন করিনি। যেহেতু আরও দুটি দিন আছে ট্রেনিংয়ের তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানি না আবহাওয়া বেটার হবে কিনা। হলে খুব ভালো। না হলে মানিয়ে নিতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post