স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে ছন্দে নেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। টানা হারের বৃত্তে আটকে থাকা দলটি আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছে। রোববার আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দল ২২৯ রানের পুঁজি পেয়েছে। ইংল্যান্ডের বোলাররা দারুণ বোলিংয়ে আটকে দিয়েছেন ভারতের ব্যাটিং লাইন। পাঁচ ম্যাচে মাত্র এক জয় পাওয়া ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর সুযোগ।
লখনৌতে টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ঝড়ো শুরু করেন। কিন্তু অপর পাশের শুভমান গিল (৯), দুর্দান্ত ছন্দে থাকা বিরাট কোহলি (০) ও শ্রেয়াস আয়ার (৪) ব্যর্থ হয়ে ফিরে যান। ভারত ৪০ রানে হারায় ৩ উইকেট। পাঁচে নামা কেএল রাহুলকে নিয়ে ওই ধাক্কা সামাল দেন ওপেনার ও অধিনায়ক রোহিত। তারা ৯১ রান যোগ করেন।
রাহুল ফিরে যান ৫৮ বলে ৩৯ রান করে। তিনটি চার মারেন তিনি। অন্য প্রান্তে থাকা রোহিত লড়াই করেও ১০১ বলে ৮৭ রান করে আউট হন। তার ব্যাট থেকে ১০টি চার ও তিনটি ছক্কা আসে। পরে সূর্যকুমার যাদব খেলেন ৪৭ বলে ৪৯ রানের কার্যকরী ইনিংস। তিনি চারটি চার ও একটি ছক্কা মারেন। শেষে জাসপ্রিত বুমরাহ ১৬ রান করলে দুইশ’ রান ছাড়ায় ভারত।
ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি ১০ ওভারে ৪৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ক্রিস ওকস ও আদিল রশিদ নিয়েছেন দুটি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০